• উত্তর চট্টগ্রাম

    হাজারো মানুষের ঢলে ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ১:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার ফটিকছড়ি সরকারী কলেজ মাঠ থেকে সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

    উদ্বোধনে মঙ্গলাচারণ করেন অধ্যক্ষ শ্রীপাদ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী ও অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।




    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ শাহীন, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, কমিশনার গোলাফ মওলা।




    এতে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, এড. তরুণ কিশোর দেব, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ও প্রধান সমন্বয়কারী সুমন কুমার বণিক, স্বপন কুমার ধর, গীতামৃত সংঘের ছোটন নাথ, ডা. প্রতাপ রায়, ডা. প্রদীপ রায়, সৌরভ পাল, সজল পাল, রবিন পাল, রূপন ভৌমিক, এডভোকেট মিহির দে, এড. জনি, মাস্টর সন্তোষ শীল, আইনশৃঙ্খলা প্রধান সুজিত চক্রবর্তী, সাগর দে, ধনাঞ্জয় দেবনাথ প্রমূখ।




    এতে আব্দুল্লাপুর থেকে বাগানবাজার পর্যন্ত সনাতনী সম্প্রদায়ের যেসব সংগঠণ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখা, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাগীশিক ফটিকছড়ি সংসদ, বাগীশিক নাজিরহাট পৌরসভা, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি সেলুন সমিতি, বাংলাদেশ বাজুস সমিতি ফটিকছড়ি শাখা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, শ্রীকৃষ্ণ সংঘ ফটিকছড়ি, দৌলতপুর পালপাড়া পূজা উদযাপন পরিষদ, গীতামৃত সংঘ বাংলাদেশ, ইমামনগর সনাতনী সংঘ, যতীষানন্দ গীতা স্কুল, ভূজপুর সার্বজনীন জ্যোতিষানন্দ গীতা মন্দির, অখন্ড দূর্গা মন্দির, শ্রীশ্রী মঙ্গলদাস কালা বাবা আশ্রম, শ্রীশ্রী বৈরাগী ঠাকুরের আশ্রম, শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধ আশ্রম, সৃষ্টি ফাউন্ডেশন, দক্ষিণ পাইন্দং বাসন্তী একতা সংঘ, শ্রীশ্য শীতলা মন্দির বিদ্যাপীঠ, শ্রীশ্রী গোপাল বাড়ি গীতা বিদ্যাপীঠ, রায়পুর নম. গীতা বিদ্যাপীঠ, শ্রীশ্রী পাঞ্চজন্য গীতা বিদ্যাপীঠ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, সনাতন সংগঠন ফটিকছড়ি, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ, জাগো হিন্দু পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ, রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়, গৌর নিতাই গীতা বিদ্যাপীঠ, শাহনগর শীলপাড়া সংঘ, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ, ভূজপুর বাগীশিক ইউনিয়ন সংসদ, শ্মশান কলীমঠ বাগীশিক সংসদ, জাতীয় গীতা পরিষদ, বাগীশিপ ফটিকছড়ি শাখা ।