• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে কুরবানীর ঈদ ঘিরে সরগরম হতে পারে রাজনীতির মাঠ!

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ৯:৪২:২৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: এবারের ঈদুল আযহা সংসদ নির্বাচনের সন্নিকটে হওয়ায় কুরবানীর ঈদ ঘিরে সরগরম হতে পারে ফটিকছড়ির রাজনৈতিক মাঠ। স্থানীয় আওয়ামীলীগ, বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন তৎপরতার আভাস পাওয়া যাচ্ছে।




    এক্ষেত্রে, মাঠের রাজনীতির চাইতে ঈদের শুভেচ্ছা, শোডাউন,মতবিনিময় ও ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশী।

    বলাচলে,ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন মাথায় রেখে ভোটের প্রস্তুতির দিকে পা বাড়াচ্ছেন নেতারা।

    তবে, দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় এবারের সংসদ নির্বাচন নিয়ে মানুষের কৌতুহল যেন একটু বেশী। বিশেষ করে বিএনপি ভোটে আসছে কিনা। সেটি এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।




    এদিকে, জোট প্রার্থীর পরিবর্তে এবার দলীয় প্রার্থীতে অধিক সোচ্ছার স্থানীয় আওয়ামীলীগ। জানা গেছে, এবার নৌকার মনোনয়ন পেতে দলটির অর্ধডজন নেতা গোপনে কিংবা প্রকাশ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

    অপর দিকে, ভোট নিয়ে ভিন্ন বার্তা দিয়ে যাচ্ছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। তাদের দাবী শেষ পর্যন্ত নির্বাচনকালীন সরকারের অধীনেই ভোট হবে এবং বিএনপিই সরকার গঠন করবে।




    সেই লক্ষ্যে দলটি ভেতরে ভেতরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। বিএনপি থেকে দলীয় মনোনয়নের জন্য বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম শোনা গেলেও আলোচনায় রয়েছেন গতবারের প্রার্থী কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার ও উত্তর জেলা বিএনটি নেতা আলহাজ্ব সরোয়ার আলমগীর।

    অপরদিকে,সংসদ নির্বাচনের একমাস পর নানুপুর ইউনিয়নের ভোটে গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনের তোড়জোড়ের পাশাপাশি আলোচনায় স্থান পাচ্ছে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে।




    আরও খবর 27

    Sponsered content