• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় ২ লাখ ঘনফুট বালু জব্দ : ডাম্পার আটক

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া উপজেলায় অভিযানে অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৫ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

    সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।




    এ সময় তিনটা ডাম্পার আটক করা হয়েছে। বালি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

    অভিযানে চুনতি ইউনিয়নের জামতল থেকে ৩২ হাজার ৬৪০ ঘনফুট, কিল্লা ঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৪৮ হাজার ৩৩৬ ঘনফুট, গোড়ার চরের ফারেংগা খালের মুখ থেকে ৫১ হাজার ৪৯৪ ঘনফুট, পেক্কাছড়ি ব্রীজের পাশ থেকে ২৬ হাজার ৮২৬ ঘনফুট, সুয়ারগা ভিটা থেকে ৫ হাজার ৭০০ ঘনফুট, পানত্রিশা উত্তর পাড়া থেকে ৪০ হাজার ৩০৪ ঘনফুট বালু জব্দ করা হয়।




    লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদার সহ সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর 28

    Sponsered content