প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ১০:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ
মো: আরিফুল ইসলাম: লোহাগাড়ায় টাকা চুরির অভিযোগে নাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে নগদ ১ লাখ ২১ হাজার টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।নাহিদুল ওই এলাকার আবুল হাশেমের ছেলে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ফার্মেসির তালা ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন এক দোকানের মালিক। পরে প্রযুক্তির সাহায্যে নাহিদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে, নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা ও চুরি টাকায় কেনা একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।