• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১১:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

    মো: শহীদুল ইসলাম শহীদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্ভোধন করা হয়েছে।




    শুক্রবার ৯ই জুন সকালে থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশের মাঠে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মা।

    এসময় সাথে ছিলেন উপজেলা সহকারি ভূমি কমিশনার সেটু কুমার বড়ুয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান চসা থোয়াই মারমা (পকশৈ)।




    এতে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষক মন্ডলী এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।