প্রতিনিধি ১ জুন ২০২৩ , ১০:২০:০৬ প্রিন্ট সংস্করণ
মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত নাছির উদ্দিন (৩৩) প্রকাশ নাছির ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশিয় দুইটি পিস্তল এবং একটি কিরিচ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) ভোর ৪টার দিকে মাতারবাড়ি ইউনিয়নের রাঙ্গাখালি মইন্নার ঘোনার খামারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ডাকাত নাছির উপজেলার মাতারবাড়ির মাইজপাড়া গ্রামের আবু ছৈয়দের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পিস্তল ও কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, পুলিশ আক্রান্ত মামলাসহ মোট পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করা হয়েছে।