• দক্ষিণ চট্টগ্রাম

    সাতকানিয়াতে মোবাইল ম্যাসেজের মাধ্যমে লক্ষাধিক টাকা নিয়েছে প্রতারক

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৯:২৬:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধিঃ উপজেলার আমিলাইশ ইউনিয়নের রুহুলের আমিনের পুত্র শাহাদাত হোসেন থেকে কৌশলে ফেইক ম্যাসেজের মাধ্যমে তিনটি রকেট নাম্বারে একাত্তর হাজার টাকা নিয়া যায় প্রতারক চক্র।

    এই বিষয়ে সাতকানিয়া থানা জিডি করা হয়েছে বলে জানান ভুক্তভোগী শাহাদাৎ হোসেন। যার জিডি নাম্বার ৪৬৬/১০/৪/২৩।




    এই বিষয়ে প্রতিনিধিকে ভুক্তভোগী বলেন, গত ৮ই এপ্রিল ৪.৩২ মিঃ সময় এমএম রহমান ট্রের্ডাস কেরানী হাট ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমার অজ্ঞাত কাষ্টমার মোবাইল 01855831135 থেকে ফোন করে তিনটি নাম্বারে মোট ৭১হাজার টাকা হাতিয়ে নিয়েছে যার বিস্তারিত জিডিতে উল্লেখ করা হয়েছে।

    আমি এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনরি সু-দৃষ্টি কামনা করছি।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content