• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ির দাঁতমারায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৯:৪১:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে রামগড়গামী একটি বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

    সোমবার (৮ মে) সকাল ১০ টার দিকে ভূজপুরের গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।




    নিহত দু’জন হলেন, দাঁতমারা ইউপির ৪ নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ২০ বছর বয়সী ছেলে মোঃ সাহাব উদ্দিন ও একই এলাকার মনু মিয়ার ২৪ বয়সী ছেলে দৌলত খান। তারা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রামগড়গামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. মো. গালিব।




    তিনি বনেল, বেলা সাড়ে ১১ টার দিকে দু’জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাই। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী গেলে তিনিও মারা যান৷ পরে আমরা তাকে চেক করে মৃত ঘোষণা করি।

    দু’জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে মরদেহ দুটি নিকট হস্তান্তর হচ্ছে বলে জানান তিনি।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content