• মহানগর

    ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ১

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ১০:২২:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: নগরের বন্দর এলাকার গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সহকারী লোকোমাস্টার আতিকুল ইসলাম আহত হয়েছেন।




    বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সিজিপিওয়াই’র লেবার কলোনী সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।




    আরএনবির চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, ট্রেনটি পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল কোম্পানি থেকে তেল নিয়ে বিমানবন্দর থেকে সিজিপিওয়াই আসছিল। পরে লেবার কলোনী সংলগ্ন রেললাইনে একটি কাভার্ডভ্যান ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের এএলএম আঘাত পেয়েছেন। কাভার্ডভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content