• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বিদ্যুৎ সরবরাহ নাই একসপ্তাহ ধরে: ভূতুরে পরিবেশে বসবাস শত পরিবারের

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৮:১৮:৩২ প্রিন্ট সংস্করণ

    মােঃ শহিদুল ইসলাম (শহীদ): উপজেলা সদরের থানচি বাজারের দক্ষিণ অংশ থেকে শুরু করে,টিএন্ডটি পাড়া,উপর ও নিচের অংশ,ছান্দাক পাড় এবং বলিবাজারে বিদ্যুৎ সংযােগ নাই সপ্তাহ ধরে।




    এমন অবস্থায় ভূতুরে পরিবেশে বসবাস করছে বিদ্যুৎ ব্যবহার করা শত পরিবার,তাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরা।

    এই বিষয়ে টিএন্ডটি পাড়ার বাসিন্দা ও বাজার ব্যবসায়ী আবুসামা বলেন, বাজারে আগুন লাগার পর থেকে একসপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ নাই। আমি বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত দিলিপ এর সাথে আগুন লাগার পরে যােগাযোগ করেছিলাম। তিনি বলেন, দুই তিনদিনের ভিতরে ঠিক হয়ে যাবে,কিন্তু এক সপ্তাহ হয়ে গেলে ও সংযােগের কােন খবর নাই।




    ছান্দাক পাড়া বাসিন্দা উ অংসাই বলেন, দাদা আমাদের পাড়াতে ও বিদ্যুৎ নাই অনেকদিন ধরে।বিদ্যুৎ সংযােগ না থাকায় ব্যবহারকারি ছাত্র ছাত্রীর লেখাপড়া এবং বাড়ির দৈন্যদিন কাজ করতে হিমশিম খেতে হচ্ছে, কেননা যাদের বিদ্যুৎ লাইন ছিলাে তাদের সােলার বিদ্যুৎ নাই যার কারনে কষ্টের শেষ নাই।




    এই বিষয়ে আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ থানচি বান্দরবান নেপচুন খীসা এর সাথে মােবাইলে জানতে চাইলে তিনি বলেন, বলিবাজারে একই সমাস্যা,অফিসিয়ালি অনুমােদন এবং প্রয়ােজনীয় জিনিসপত্রের জন্য দেরি হচ্ছে দুই তিন দিনের মধ্যে বিদ্যুৎ সংযােগ ঠিক করা হবে।




    আরও খবর 29

    Sponsered content