• দক্ষিণ চট্টগ্রাম

    কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মাথা ফাটল টেম্পু যাত্রীর

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৮:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

    বোয়ালখালী প্রতিনিধি : কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হয়েছেন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ২৯ মার্চ, বুধবার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।




    আহত শেখ সাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আজমাইন ইত্তিদার। তিনি বলেন, টেম্পু যাত্রী শেখ সাদির মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।

    শেখ সাদি পেশায় একজন রংমিস্ত্রি। তিনি বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার গোলাম রসুল মেম্বারের বাড়ির মো. সেলিমের ছেলে।




    প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীরা জানান, টেম্পুর পেছনে শেখ সাদিসহ তিনজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। পূর্ব কালুরঘাট এলাকায় আরো এক যাত্রী উঠে দাঁড়ালে শেখ সাদি একটু ওপরের দিক করে দাঁড়ান। সেতুতে টেম্পুটি ওঠার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি। তবে তার পেছনের যাত্রীরা তাকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান শেখ সাদি।




    এর আগে গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।



    আরও খবর 28

    Sponsered content