• উত্তর চট্টগ্রাম

    ভুজপুরে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় আটক-২: ভিকটিম উদ্ধার

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১১:৫২:২৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভুজপুর দশম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মোঃ নাছির ও মোঃ শওকত।

    বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলা ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ অপহরণের ঘটনা ঘটে।




    আটককৃত নাছির (২৪) ভুজপুর থানার ৩ নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর মাইজকান্দি গ্রামের জৈনিক কাঞ্চনের ছেলে। ঘটনার সাথে জড়িত নাছিরে ও শওকত আটক হলে ও নাছিরের ভাই ওসমানকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

    ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস চন্দ্র বাবু জানান, প্রতিদিনের মত ভিকটিম ছাত্রী স্কুলে আসছিল।নাছির নেতৃত্বে অপহরণকারী চক্ররের ৩ সদস্য মোটরসাইকেল ও নোহামাক্রো নিয়ে স্কুলের সামনে অবস্থান নেয় আগ থেকেই।




    ভিকটিম তাদের গাড়ির সামনে আসা মাত্রই নাছির তার ভাই ওসমানসহ তিন জন অপহরন চক্রের সদস্য মিলে ভিকটিমকে টেনে-হেছড়ে মাইক্রোতে তুলে নেয় তারপর দ্রুত বেগে গাড়ি চালিয়ে ভুজপুর রাবার ড্যাম এলাকার কাজীরহাট গাড়িটানা সড়কের খৈয়া ছড়া চাবাগান এলাকা নিয়ে যায়।




    এ সময় তাদের সাথে ধস্তাধস্তি করায় শারীরিক ভাবে কিছুটা আহত হন ভিকটিম স্কুল ছাত্রী।পরবর্তী চাবাগান এলাকায় নিয়ে অপহরণকারীরা দেখে তারা যাকে অপহরণ করতে এসেছিল তুলে নিয়ে আসা স্কুল ছাত্রী সে নয়।তাদের আসল টার্গেট মিস হয়েছে।বোরকা ও হিজাব পড়া থাকায় তাদের টার্গেট মিস হয় বলে জানা গেছে।




    এদিকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন স্কুল পরিচালনা কমিটি সহয়তায় প্রশাসনকে বিষয়টি জানালে তাৎক্ষণিক ভুজপুর থানার পুলিশ অভিযান শুরু করে। এমতাবস্থায় গতি বেগ দেখে অপহরণকারীরা খৈয়াছড়া চাবাগানে ভিকটিমকে ফেলে চলে যায়। ভিকটিমকে উদ্ধার করে পরে ২জন অহরণকারীকে আটক করে।




    আরও খবর 27

    Sponsered content