• দক্ষিণ চট্টগ্রাম

    বোয়ালখালীর উপ-নির্বাচনে নৌকার জয়

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ১০:২২:৫৯ প্রিন্ট সংস্করণ

    বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজা নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

    তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৯শ ৮৪টি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এস এম মিজানুর রহমান আনারস প্রতীকে ২ হাজার ৯শ ০৮ ভোট পেয়েছেন। এছাড়া কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫ শ ৮৬ ভোট। মোট ভোট পড়েছে ১৬ দশমিক ৭২ শতাংশ।




    বৃহস্পতিবার ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেন।

    এর আগে সকাল সাড়ে ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

    উপ-নির্বাচনে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজা, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এস এম মিজানুর রহমান, দোয়াত কলম প্রতীকে কাজী আয়েশা ফারজানা।




    চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় ২ লাখ ৬ হাজার ১৬৭ জন ভোটার আছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন পুরুষ এবং ৯৮ হাজার ৫০১ জন নারী। ভোটাররা ৮৬টি কেন্দ্রে ৫১৮টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।

    উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়। গত ২৩ জানুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষাণা করে নির্বাচন কমিশন।