• মহানগর

    ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ১৫ ব্যক্তিকে জরিমানা

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৩ , ৭:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাক্মা’র নেতৃত্বে মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    নগরীর ষ্টিল মিল বাজার হতে কাটগড় এলাকার রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধ দখল মুক্ত করে সর্বসাধারনের জন্য উম্মুক্ত করা হয়।



    এই সময় সর্ব সাধারণের চলাচলের রাস্তা ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার কারণে ১৫জন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।



    অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।



    আরও খবর 25

    Sponsered content