• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

      প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ১০:৩৮:১০ প্রিন্ট সংস্করণ

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নূরের আলো একতা সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শনিবার ১১ মার্চ বিকেলে সৈয়দবাড়ি বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।




    সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান বক্তা ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন নূরের আলো একতা সংঘের উপদেষ্টা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।




    বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জুয়েল দাশ, বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি শীল, রাঙ্গুনিয়া আদর্শ বহমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, রুবায়েত রাশেদ, শম্ভু কান্তি বিশ্বাস, নূরের আলো আর্ট স্কুলের প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন, নূরের আলো একতা সংঘের উপদেষ্টা মো. মাহবুবুল আলম সিকদার। সংগঠনের সহসভাপতি মো. ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাশেদুল আলম, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল আমিন তারেক, যুগ্ম আহবায়ক ইয়াছিন মোস্তফা বাবু, সদস্য নাসির উদ্দিন, নাজমুল ইসলাম আবিদ, তানভির ফারহান প্রমুখ।




    অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।




    আরও খবর 27

    Sponsered content