• খেলাধুলা

    শেষ বলে হারের পর যা বললেন সাকিব

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ১১:৩০:০৩ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: লিটন দাসের ঝলমলে শুরু আর নুরুল হাসান সোহানের চেষ্টার পরেও জিততে পারেনি সাকিব আল হাসানের দল। উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হেরেছে টাইগাররা। আবারো তীরে এসে তরী ডুবল। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মানছেন, এটি একটি দুর্দান্ত খেলা ছিল।



    সাকিব বলেন, ‘ আমরা যখন ভারতের বিপক্ষে খেলি, তখন আমরা প্রায় চলে এসেছি কিন্তু আমরা লাইন শেষ করি না। উভয় দলই এটি উপভোগ করেছে, এটি একটি দুর্দান্ত খেলা ছিল এবং আমরা এটাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত কাউকে জিততে হয় আবার কাউকে হারতে হয়।’



    এদিন টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। ব্যাট হাতে ২৭ বলে ৬০ রান করেন এই ওপেনার। তাইতো ম্যাচ হারলেও লিটন পেলেন অধিনায়কের ভূয়সী প্রশংসা , ‘সে (লিটন দাস) আমাদের সেরা ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের অনেক গতি দিয়েছে এবং আমাদের বিশ্বাস দিয়েছে যে আমরা এখানে শর্ট বাউন্ডারি দিয়ে তাড়া করতে পারি।’



    ইনফর্ম বোলার তাসকনিকে টানা চার ওভার করানোর কারণ সম্পর্কে সাকিব বলেন , ‘ ভারতের শীর্ষ চারের দিকে তাকালে দেখা যাবে, তারা খুবই বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল তাদের টপ চারের উইকেট তুলে নেওয়ার এবং সেজন্যই আমরা তাসকিনকে টানা বোলিং করেয়েছি। দুর্ভাগ্যবশত সে উইকেট নিতে পারেনি কিন্তু খুব মিতব্যয়ী ছিল।’



    বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য সামনের ম্যাচ,‌’ এই বিশ্বকাপে আমরা খুব রিল্যাক্স হয়েছি এবং ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলছি না। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে এবং আমরা তাতে মনোনিবেশ করতে চাই।’



    আরও খবর 16

    Sponsered content