• উত্তর চট্টগ্রাম

    হাটহাজারী বন বিভাগের অভিযানে জ্বালানী কাঠসহ জীপগাড়ী আটক

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া নামক স্থানে সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে জ্বালানী কাঠ পাচারকালে জীপ গাড়ি আটক করেছে বন বিভাগ।



    চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী নির্দেশে হাটহাজারী বনরেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলামের নেতৃত্বে স্টেশন কর্মকর্তা, হাটহাজারী বিট কাম চেক স্টেশন, বিট কর্মকর্তা, সর্তা বিট, মন্দকীনি বিট কর্মকর্তা সহ সংশ্লিষ্ট স্টাফদের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়।



    হাটহাজারী বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, গভীর রাত ২ টায় টহলের এক পর্যায় ২০০ ঘনফুট বিবিধ চিড়াইকাঠ বোঝাই ১ টি জীপগাড়ী নং-চ:মে:গ-১৩৮৬ সংকেত দিয়ে থামানো হলে গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। আশপাশ এলাকা তল্লাশী করে বনজদ্রব্যের কোন দাবিদার না পাওয়ায় এবং বিবিধ জ্বালানী কাঠের স্বপক্ষে বৈধ কোন কাগজ না পাওয়ায় গাড়িটি জব্দ করা হয় এবং রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে যথা সময়ে বন মামলা দায়ের করা হয়েছে ।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content