• পার্বত্য চট্টগ্রাম

    কেএনএফের ১৮ সদস্যসহ ২২ বন্দীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ১১:০৭:৪২ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : বান্দরবান কারাগার থেকে নিরাপত্তাজনিত কারণে ২২ জন বন্দীকে কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।




    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

    তিনি বলেন, বান্দরবান কারাগার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২২ বন্দীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ২২ জন বন্দীদের মধ্যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ বন্দী হলেন, সালেহ আহম্মদ প্রকাশ সাইহা, মো. সাদিকুর রহমান প্রকাশ সুমন ফারকুন, মো. বায়োজিদ ইসলাম প্রকাশ মোয়াজ ও নিজাম উদ্দীন প্রকাশ হিরন।




    এছাড়া পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ জন বন্দী হলেন, বিলিলাল কাফ জুয়ালা, সিং নোয়াই সাং বম, ভান লম বম, মুনথিন বম, রেমঙির লনচেও, ভানলাল রোয়াল বম, মালসম বম, সাংথোয়াই বম, ত্নিং লিয়ান বম, আদত বম, লিয়ান জুয়াম বম, জৌখন সাং বম, মামুন বম, ভান নুয়াম সাং বম, জিং খান বম, জিম নেম সাং বম, ভান লিম সাং বম ও লাল অপ সাং বম।




    আরও খবর 29

    Sponsered content