প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
মহিউদ্দীন কুতুবী: “স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ “পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন,প্রাণিসম্পদ আয়োজন” প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যয় কুতুবদিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যাগে দিন ব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার ২৫ ফেব্রয়ারী সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ সিটিজেন পার্কের মাঠে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিউল ইসলাম, কুতুবদিয়া প্রাণিসম্পদ অফিসের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ শাহাব উদ্দিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব, বিআরডিবির চেয়ারম্যান, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস,কে,লিটন কুতুবী, কুতুবদিয়ার থানার সেকেন্ড অফিসার রায়হান উদ্দিন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রজ্ঞাপন মোতাবেক উন্নত প্রাণিসম্পদ প্রযুক্তি,প্রাণিজাত পন্য, উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত পন্য, উন্নত জাতের ভেড়া,উন্নত জাতের হাঁস, উন্নত জাতের মুরগী, উন্নত জাতের ঘাস,গবাদি পশুর খাদ্য, উন্নত জাতের বাছুর,উন্নত জাতের ষাঁড়, উন্নত জাতের মহিষ, উন্নত জাতের ছাগল। তবে এ বছর কুতুবদিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪৫টি স্টলে গরু,ছাগল,মহিষ,হাঁস, মুরগী,কবুতরসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু প্রদর্শীত করা হয়।