প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ৫:২১:০৮ প্রিন্ট সংস্করণ
আব্দুল আল মামুন: বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহদ্দারহাট সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ উৎসব উদ্বোধন করেন পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন, উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার ও চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম।
ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পেয়ে খুবই উৎসাহিত ও আনন্দিত। এসময় শিক্ষার্থী ও অভিভাবকগণ বিনামূল্যে বই বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।