• উত্তর চট্টগ্রাম

    হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরার বরশী ও জাল জব্দ

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৪ , ৪:২১:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরা বরশীও জাল জদ্ধ করেছেন মৎস্য কর্মকর্তা। ৩০আগস্ট শুক্রবার সকাল সাড়ে আটটায় থেকে ১১টা পর্যন্ত হালদা নদীর যুগিনী ঘাট,ভুজপুর রাবার ডেম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরা বরশী ও জাল জদ্ধ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আজিজুল ইসলাম ও ফিল্ড কর্মকর্তা বুলবুল আহমদ।




    উল্লেখ যে, ২০২০ সালে তৎকালীন সরকার হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল।




    গেজেটে উল্লেখ করা হয়েছে হালদা থেকে কোন প্রকার মাছ ও জলজ প্রাণি ধরা বা শিকার করা যাবে না। যদি অবৈধ ভাবে মাছ ধরলে বা জলজ প্রাণি ক্ষতি হলে আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে বলে নোটিশ বা গেজেট উল্লেখ রয়েছে। ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আজিজুল ইসলাম জানা জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content