• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে কোরবানিহাটে প্রাণী স্বাস্থ্য সেবায় ভেটেরিনারি মেডিকেল টিম

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৯:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্দ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফটিকছড়িতে বাগানবাজারের ইউনিয়নের চিকনছড়া বাজার,কাজিরহাট বাজার,বিবিরহাট বাজার নাজিরহাট বাজার,নানুপুর বাজার দৌলতমুন্সিরহাট বাজার মোহাম্মদ তকিরহাট বাজারসহ ১৫টি স্হায়ীও ২১টি অস্হায়ী কোরবানিহাটে প্রাণি সেবা টিমে কাজ করছে।




    বৃহস্পতিবার বিবিরহাট বাজারে মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাবু সুচয়ন চৌধুরী।




    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উপ-সহকারি বাবু সুমন চন্দ্র পাল,এ টেকনেশিয়ন বাবু সুবল নাথ,এ টেকনেশিয়ন মোঃ সালাহ উদ্দিন, ফিল্ড ফেসেলিটর তোহাইনিং মারমা,একে মাহমুদুল্লাহ ও অংতেসিন মারমা প্রমুখ।

    পরে ঘুরে ঘুরে বাজার পরিদর্শন করেন।




    আরও খবর 27

    Sponsered content