• মহানগর

    ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৪ , ১০:১৪:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর দক্ষিণ পতেঙ্গার ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল এয়ার পোর্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৪ঠা মার্চ সোমবার সকালে সানসিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।




    বিশিষ্ট শিক্ষাবিদ ড, মাওঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক এস এম দিদারুল আলম, পরিচালক মোঃ আজগর আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ, সিনিয়র শিক্ষিকা সালমা আক্তার, সিনিয়র শিক্ষক এম,এ মান্নান প্রমুখ।




    প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষা কে বিনোদন মুখর পরিবেশে গড়ে তুলতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মদের বইয়ের ঘ্রাণে ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content