• মহানগর

    আব্দুল হক শাহ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ২ মার্চ ২০২৪ , ১১:২১:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    সিটি রিপোর্টার: নগরীর দক্ষিণ হালিশহর নিউমুরিংস্থ হাফেজ আব্দুল হক শাহ আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর,সিডিএ বোর্ড সদস্য হাজী মোঃ জিয়াউল হক সুমন।




    তিনি বলেন,শিক্ষার উন্নয়নে কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পদক্ষেপ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নৈতিক ভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া বিনোদনে মনোনিবেশ করতে বলেন।

    শনিবার বিকেলে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক সৈয়দ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ রাজনৈতিক নেতা, সংগঠক মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ইষ্টান রিফাইনারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, পতেঙ্গা আইডিয়াল ট্রাষ্টের পরিচালক ও শিক্ষক এস এম দিদারুল আলম, শিক্ষক মোঃ ওসমান গনি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ ওমর ফারুক,জর্জ কোর্টের আইনজীবী মোঃ
    মামুন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ কামাল উদ্দিন,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ ইরান হোসেন, উপাধ্যক্ষ মোঃ নুরুল আবছার, ‌ক্রীড়া সংগঠক ,সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা প্রমুখ।




    অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস মাশুকা বেগম ও ইসরাত জাহান। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content