• কক্সবাজার

    রামুতে লবণ বোঝাই ট্রাকে মিলল ৯০ কোটি টাকার আইস, আটক ২

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১০:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

    রামু প্রতিনিধি: কক্সবাজার রামু মরিচ্যা চেক পোস্টে লবণ বোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। জব্দ করা আইসের মূল্য আনুমানিক ৯০ কোটি ৭৩ লক্ষ টাকা। এসময় চোরাচালানের হোতাসহ ১জনকে গ্রেফতার করে বিজিবি।

    বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে রামু মরিচ্যা চেক পোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।




    গ্রেফতারকৃতরা হলেন, আইসের মালিক হোসাইন আহমদ ও ট্রাকের হেলপার।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার ৩৪ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।




    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝাই ট্রাক করে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এমন খবরে বিজিবির আভিযানিক দল মূলহোতা ট্রাক চালক ও হেলপার কে গ্রেফতার করা হয়। পরে বিশেষ কায়দায় লুকায়িত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার পরিমাপ ১৮ কেজি ২০০ গ্রাম। জব্দ করা আইসের মূল্য আনুমানিক ৯০ কোটি টাকা বলে উল্লেখ করেন এই বিজিবি কর্মকর্তা।




    তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছেন যে, আইসের এটি সর্বোচ্চ চালান ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

    আরও খবর 30

    Sponsered content