• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ সমিতির উদ্দ্যোগে বিদায়ী ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ১১:৩৭:২৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মল হক চৌধুরীকে বরণ ও সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির বিদায়ী অনুষ্ঠান চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ সরোয়ার উদ্দিন শাহীনের সভাপতিত্বে বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।




    এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান এডঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।

    বক্তব্য রাখেন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দাতঁমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম,সহকারী কমিশনার এ,টি,এম,কামরুল ইসলাম, নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মল হক চৌধুরী, বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি।




    ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাজু, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, ভুজপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজান চৌধুরী শিপন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান কাজী মোঃ দিদারুল আলম,সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, রোসাংগিরি ইউপি চেয়ারম্যান মোঃ শোয়াইব আল ছালেহী, সুয়াবিল ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,নানুপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফি উল আজম,বক্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল আজম,সমিতিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ ইমন, জাফতনগর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়া উদ্দিন জিয়া রিসোর্স সেন্টারের কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এমরান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রবেশ।




    প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলা বির্নিমানে সোনার ছেলে চাই তা হলেন আপনারা। আধুনিক ফটিকছড়ি গড়ে তুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ সমন্বয়ে কাজ করতে হব।পরিশেষে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় ও বরণ করা হয়।

    আরও খবর 27

    Sponsered content