প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৭:২৫ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: এমদাদিয়া হজ্জ্ব কাফেলার উদ্দ্যোগে দু’যুগের নতুন-পুরাতন হাজ্বীদের পুনর্মিলনী ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে জমকালো আয়োজনে নাজিরহাট পৌরসভাস্থ চৌধুরী ছকিনা কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এমদাদিয়া হজ্জ কাফেলারমান চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র আমির ও জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা আলহাজ্ব শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদরাসা’র মুহাদ্দিস মাওলানা দিদারুল আলম,নাজিরহাট বড় মাদরাসা’র পরিচালক মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদরাসা শিক্ষক মাওলানা হাফেজ সুয়াইব,হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মাহাবুবুল আলম,নাজিরহাট বড় মাদরাসা শিক্ষক মাওলানা শহিদুল্লাহ, নানুপুর মাদরাসার শিক্ষক মুফতি শওকত বিন হানিফ, ভূজপুর রবার বাগান মাদরাসার পরিচালক ক্বারী আবু সাইদ, নাজিরহাট ঘাটকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইদ্রিস সুন্দরপুরী,নাজির হাট বড় মাদরাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন,হাফেজ মাওলানা রিজুওয়ান,আলহাজ্ব ডা.কাসেম মানিকছড়ি,মোহাম্মদ শাহ জাহান মানিকছড়ি।
এমদাদিয়া হজ্জ্ব কাফেলার মুয়াল্লিম মুফতি মামুন বশর ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনিষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ’র খতিব মাওলানা জসিম উদ্দিন, লেখকের ও সাংবাদিক আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, কাজিরহাট মাদরাসার শিক্ষক মাওলানা শফিউল আজম,বড়বিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মূসা কালিমুল্লাহ,নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ওমর ফারুক,হাফেজ আব্দুর রহমান জামী,নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষক মুফতি নেজাম, মাওলানা আবদুল কাইয়ুমম আলমগীর,এক্সিম ব্যাংক নাজিরহাট শাখা ম্যানেজার নাসির উদ্দীন,ব্যাংকার শাহদাত হোসেন,এমদাদিয়া হজ্ব কাফেলার অফিস সহকারী হাফেজ আশরাফ,ডা. বদিউল আলম,বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জাফর, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, কোম্ভারপাড়া ,নাজিরহাট বাজার সিএনজি সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন এমদাদিয়া হজ্ব কাফেলা মুখপত্র মোঃ আশরাফুল আজম নবীন ও অফিস সহকারী মোঃ জাহিদুল আলম মারুফ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, হজ্জ পালনে যাওয়া আল্লাহর মেহমানদের সাথে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করার পাশাপাশি ভ্রমণে কোনো ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় না, সেদিকে এমদাদিয়া হজ্জ্ব কাফেলা গুরুত্বের সহিত নজর থাকে। সেবাপ্রত্যাশী সকলের আস্থা অর্জনের ক্ষেত্রে এমদাদিয়া হজ্জ্ব কাফেলা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে কাজ করেন। বক্তারা প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সকলের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতার সহিত মানুষের সেবা সুনিশ্চিত করতে ২৪ বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছি বছরে ১০০ জন আমাদের মাধ্যমে হজ্জ্ব,৫০০জন করে ওমরা হজ্জ্ব পালন করেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।