• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৮:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালিত হয়েছে।

    এ উপলক্ষে শনিবার ২৯ অক্টোবর সকালে থানা গেইট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় থানায় এসে শেষ হয়। পরে থানার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



    থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।



    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এরফানুল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট,পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আব্দুল্লাহ আল সায়েম প্রমুখ।



    এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইশতিয়াকুর রহমান, চুনতি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশীদ, কলাউজান ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, চরম্বা ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা সরওয়ার কামাল,(আর্মি সরওয়ার, যুবলীগ নেতা ইন্জামামুল হক যুবরাজসহ আরো অনেকেই।



    এছাড়াও উপজেলার বিভিন্ন ইউপি সদস্য ও সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।

    আরও খবর 28

    Sponsered content