• মহানগর

    সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৫ , ১১:০৬:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সেল শিওর সুজ নামের একটি কারখানার শ্রমিকরা। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সিইপিজেডের প্রবেশপথে তারা বিক্ষোভ শুরু করেন।

    দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।জানা গেছে, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়।

    এর পর থেকে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্য শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় এক্সেল শিওর সুজ কর্তৃপক্ষ। সোমবার সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে আবারও বিক্ষোভ শুরু করে।এদিকে অবরোধের কারণে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

    শ্রমিকরা জানান, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা ৩ দিন ধরে বিক্ষোভ করছেন। কিন্তু মালিকপক্ষ সাড়া দিচ্ছে না।

    চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান বলেন, কারখানার নিয়ম না মানায় যাদের ছাঁটাই করা হয়, তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content