প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১২:০৯ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতি এসএসসি পরীক্ষার্থীদের ২০২৫ বিদায় সংবর্ধনা ও জুলাই বিপ্লব উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ শে ফেব্রুয়ারি দুপুর পৌনে বারোটায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ রাকিব হাসান চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন প্রমুখ।
এতে স্কুল শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় জুলাই বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে অতিথিগণ আলোচনা করেন।