• উত্তর চট্টগ্রাম

    সৈয়দ মীর আহমদ মুনিরী রহঃ ৪৭ তম বার্ষিক ওরশ সম্পন্ন

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া পীর কামেল হাদিয়ে জামান মুরশেদ বরহক শাহ ছুপি আলহাজ্ব আল্লামা সৈয়দ মীর আহমদ মুনিরী (রহঃ)এর ৪৭ তম বার্ষিক ওরশ মুনিরুল কোরান হেফজ খানা ও এতিম খানা ময়দানে অনুষ্ঠিত হয়।

    এতে মেহমানে আ’লা হিসাবে উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরে তরিকত হাদিয়ে দ্বীনো মিল্লাত মুরশেদ বরহক ওসাজুল উলমা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ।

    তকরির করেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া আলিয়া এম এ কামিল মাদ্রাসার মুফাছির হযরতুলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেযামী,নানুপুর লায়লা কবির ড্রিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী,কাজী মাওলানা হাছানুল হক মুনিরী মাওলানা মুহাম্মদ রেশেদুল আলম শফিকী,সৈয়দ আবু নুর প্রমুখ।

    উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামি আলিম মাদ্রসার অধ্যক্ষ পীরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন কাদের চৌধুরী, মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, জামেয়া অদুদিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল মাদ্রসার সাবেক আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা হাবিব আহমদ মুনিরী মির্জাপুর জয়নুল উলুম মোমেনিয়া আলিম মাদ্রসার সহ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রিয়াজ মাহমুদ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content