প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ১০:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা, সংগঠক মোহাম্মদ গোলাম মোস্তফার ছোট ভাই ডা: মোহাম্মদ আসাদুজ্জামান রায়হানকে (সম্রাট) চিকিৎসা ও সেবামূলক কাজের জন্য গতকাল নগরীর চান্দগাঁও ওয়েষ্টার্ণ পার্কে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠক মোহাম্মদ আতিক উল্লাহর পরিচালনায় উক্ত সম্মাননা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন আবদুস সালাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ হাবিব উল্লাহ, বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আকবর, মোহাম্মদ আমানত উল্লাহ, মোহাম্মদ সারওয়ার, লেখক নুর মোহাম্মদ, নবীন সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যাালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফি, সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম ও হারাধন মহাজন বুলু প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত চিকিৎসক বলেন, দেশে-বিদেশে একাডেমিক ও সাংগঠনিকভাবে গাউসিয়া হক কমিটি ও দরবার সংশ্লিষ্ট অনেক প্রতিষ্টান ব্যাপক শিক্ষামূলক, সেবামূলক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। সবাইকে এসব কাজে সার্বিক সহযোগিতা করা উচিত।