প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ১০:৩৮:৫৮ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড কলসীদিঘীর পাড়স্থ ৩১ ডিসেম্বর’২৪ বিকাল ৩টায় “সুন্দরবন আইডিয়াল স্কুল’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি’র চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পদক ও কিন্ডারগার্টেন শিক্ষক নেতা এম. নজরুল ইসলাম খান।
স্কুলের সভাপতি মোঃ রুবেল শেখ এর সভাপতিত্বে ও মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ জোসনা আক্তার।
আরো বক্তব্য রাখেন মোঃ ইমরান,সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী,অভিভাবকগণ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়া যেমন জরুরি তেমনি পরিচালনা পর্ষদের সভাপতি ও সাধারন সম্পাদক এবং পরিচালকদের আরো অধিক তৎপর হতে হবে। শিক্ষার্থীদের বই বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে।