• দক্ষিণ চট্টগ্রাম

    দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আ.লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৭:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন লোহাগাড়া-সাতকানিয়ার হাজারো দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন।

    সোমবার ৯ জানুয়ারী সকাল ১১টায় আকস্মিকভাবে তিনি সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ গ্রামের বাড়িতে তাঁর মা-বাবার কবর জেয়ারত এবং দুপুর ১টার দিকে লোহাগাড়ার ঐতিহাসিক চুনতি শাহ সাহেব কেবলার মাজার জেয়ারতে আসলে তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হন।



    এটি তাঁর অনানুষ্ঠানিক সফর হলেও তাঁর আগমনের খবরে সকাল থেকেই সাতকানিয়ার মৌলভীর দোকান ও কেরাণী হাট, লোহাগাড়ার ঠাকুরদিঘী, পদুয়া তেওয়ারী হাট, বটতলী মোটর ষ্টেশন, আধুনগর বাজার, চুনতি হাজ্বী রাস্তার মাথা এবং বারদোনাস্থ তাঁর গ্রামের বাড়িতে দলের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়।



    এসময় পথে পথে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা এবং ফুলের পাপড়ি ছিড়ানো ভালোবাসায় সিক্ত হন। পরে সাতকানিয়ার বারদোনাস্থ তাঁর গ্রামের বাড়িতে পর্যায়ক্রমে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে আমিনুল ইসলামকে বরণ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, আলহাজ্ব আইয়ুব মিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, ফরিদ আহমদ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মোহাম্মাদ মিয়া ফারুক, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, কামরুল হুদা, নুরুল আবছার, জহির উদ্দিন, ডা : এমরান, হারুনুর রশিদ রাসু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সামশুল আলম, চরম্বা ইউনিয়ন সভাপতি মাষ্টার শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, পুটিবিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল, উপজেলা যুবলীগ নেতা আবছার উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন জয়, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, একেএম পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তুহিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



    এছাড়াও চুনতি শাহ মঞ্জিল ও হযরত শাহ সাহেব কেবলার পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার, নজুমুন্নিচ্ছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষাবিদ আব্দুল খালেক।



    আরও খবর 28

    Sponsered content