• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৯:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ বান্দরবান জেলার রুমা উপজেলাধিন মুন্নুয়াম পাড়া এলাকার গহীন অরণ্যে সেনাবাহিনীর সাথে কেএনএফের সশস্ত্র সংগঠন “কেএনএ” এর বিরুদ্ধে অভিযানে ৩ জন নিহত ও নিহতের স্থান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করার খবর পাওয়া গেছে।

    নিহত তিনজন হলেন মেসি বম, তার স্ত্রী এলি বম ও ফেরকুপ বম। প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়,শেষের জনের বাড়ি সদর উপজেলার শ্যারন পাড়ার বলে জানা গেছে।

    উল্লেখ্য যে, রবিবার ২৪শে নভেম্বর সকাল ১১টার দিকে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে জানা যায়। অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ এসময় ৩ সদস্য মারা যাওয়ার খবর পাওয়া যায়‌।

    নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে; এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ঐ আস্তানা ঘেরাও করে অভিযান চালায়,এতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর আস্তানা থেকে ৩ কেএনএ’র সদস্যের ইউনিফর্ম পড়া লাশ উদ্ধার করা হয় এবং একই স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করে।

    ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে মুন্নুয়াম পাড়া থেকে লোকজন সরে গেছে। সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

    বিশেষ সুত্রে জানা গেছে যে গত কয়েক মাস ধরে কেএনএফের তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি এবং থানচি এলাকায় অভিযান অব্যাহত রাখছে।

    আরও খবর 29

    Sponsered content