• উত্তর চট্টগ্রাম

    বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ মধ্যে ধূরুং শাখা মাসিক জিকির মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ১০:১৩:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ মধ্যে ধূরুং শাখা মাসিক জিকির মাহফিল ডাঃ মুহাম্মদ শাহ আলমে বাস ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ছোবহানীয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসা মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, বিশেষ আলোক ফটিকছড়ি জামেউল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী, আলোক আনজুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ বারিয়া শফিকুল মুনির ওলমা পরিষদের সম্পাদক ওসাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

    বক্তারা বলেন, নবী অলিদের পথ একমাত্র নাজাতের পথ।আগামী ১৯,২০ও ২১ ডিসেম্বর তিন দিন ব্যাপি শফিকীয়া দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ ও মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক মাহফিলকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content