• মহানগর

    চসিক কর্মকর্তা মাহি কারাগারে

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ১১:২৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    মাহি, নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানায় দায়ের করা মামলার আসামি চসিক ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহিকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার নগরের কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন ।