• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ২দিনে ২টি অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪১:২২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে ২দিনে ২টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কুম্ভারপাড়া আনোয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় ১৪ফুট লম্বা ১টি অজগর সাপ উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান অজগরটি একটি বাড়ির বাউন্ডারি ওয়ালের জালের সাথে অটকে ছিল। মাদ্রাসা ছাত্ররা দেখতে পেয়ে স্নেক রেসকিউ টিম কে খবর দেন।পরে সংস্হাটি সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।




    এর আগে গত ১ সেপ্টেম্বর রবিবার উপজেলা সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া এলাকা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের এক অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।

    স্থানীয় কৃষকেরা খালের পারে ঘাস কাটার সময় অজগরটি দেখতে পান। সুয়াবিল ইউনিয়নের পশ্চিম শোভনছড়ি রাজার বাজার এলাকার বারমাসিয়া চা বাগান হতে ওই সাপটি উদ্ধার করা হয়।




    খবর পেয়ে শোভনছড়ি বন বিভাগকে কর্মকর্তারা এসে সাপটিকে ঘন জঙ্গল পাহাড়ের ভেতরে অবমুক্ত করে দিয়েছে।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাপ ২টি বন্যার সময় লোকালয়ে চলে আসছে এ সব প্রাণিকে তাদের আবাসস্থলে নিরাপদে অবমুক্ত করে দেওয়ার আহবান জানান।




    আরও খবর 27

    Sponsered content