• মহানগর

    ইপিজেড-বন্দরটিলা এলাকায় ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপন ও সামাজিক সচেতনতার অভিযান

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৪:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী ও সামাজিক সচেতনতা এবং অবহিতকরণ অভিযান রোববার সকালে টিসিবি ভবন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।




    মহতী উদ্যোগের উদ্ধোধন করেন চট্টগ্রাম মহানগর আওতাধীন ইপিজেড থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান সাদ্দাম রানা।

    এসময় ছাত্রনেতা রানা বলেন, আগামীর তরুণ প্রজন্মের ছাত্র সমাজ কে ভালো ভাবে প্রগতিশীল করে দেশ গড়তে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা নিশ্চিত হওয়া যাবে।




    তিনি আরো বলেন,এই ছাত্র আন্দোলনের কর্মীদের নিয়ে অত্র এলাকার ফুটপাত,হকার ও অন্যান্য স্থানে দূর্বৃত্ত -দাঙ্গাবাজ, চাঁদাবাজ ও দূর্নীতি বাজদের প্রতিরোধ করতে হবে।
    তাঁরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে ইপিজেডের টিসিবি ভবন থেকে বন্দরটিলা পর্যন্ত আইল্যান্ড ও সরকারের পতিতা জায়গায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

    আরও খবর 25

    Sponsered content