• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবানের ভান্তের মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৪ , ১০:২৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ বান্দরবান জেলার কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ভ্রান্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধুতাঙ্গ ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ১৩ জুলাই শনিবার দুপুরের দিকে বিহারের একটি গুহার অংশ থেকে রোয়াংছড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।




    স্থানীয়রা সুত্রে জানা গেছে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু রহস্যজনক,তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

    কয়েকদিন থেকে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে একটি সূত্র জানা যায়,তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এখনও বিষয়টি এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা যায় নি।

    বান্দরবানের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ সাংবাদিকদের বলেন, বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তে খুব ভোরে ঘুম থেকে উঠেন,কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।




    জানা যায় যে, বৌদ্ধ ভিক্ষু ঐ বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন।

    বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়ার সুত্রে জানা যায় গলায় রশি দেয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক।পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় তাকে তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয় জনসাধারণের মাঝে।

    রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী সাংবাদিকদের বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে কি কারণে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content