• শিক্ষাঙ্গন

    চুয়েটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে “গাণিতিক ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা প্রক্রিয়াজাতকরণ” বিষয়ক ২য় আন্তর্জাতিক কর্মশালা

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৫:২৩ প্রিন্ট সংস্করণ

    মো: আব্দুল আল মামুন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং চুয়েট ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের যৌথ উদ্যোগে “গাণিতিক ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা প্রক্রিয়াজাতকরণ” (2nd International Workshop on Computational Linguistics and Bangla Language Processing; CLBLP-2023) শীর্ষক দুইদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কর্মশালা সম্পন্ন হয়েছে।

    এবারের কর্মশালার প্রতিপাদ্য হচ্ছে- ‘স্মার্ট বাংলাদেশের জন্য ভাষাপ্রযুক্তি’।



    ২২শে ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    এতে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আইসিটি বিভাগের ইবিএলআইসিটি’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. মাহবুব করিম।



    চুয়েট এনএলপি ল্যাবের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের আইএসআই-এর ড. নিলাদ্রী শেখর দাশ, আইআইটি, পাটনা-এর ড. শ্রীপর্ণা সাহা এবং আইআইটি, পাটনা-এর ড. আসিফ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মৌমিতা সেন শর্মা ও প্রভাষক সাদমান সাকিব।