• মহানগর

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক: চসিক মেয়র

      প্রতিনিধি ১৭ জুন ২০২৪ , ১০:৫০:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত বাংলাদেশ। এটাই হোক আমাদের শপথ।




    আসুন আমরা সবাই মিলে ঈদের এই পবিত্র দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি।

    সোমবার (১৭ জুন) সকালে নগরের বহদ্দারহাট শাহী জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    নামাজ আদায়ের পর বক্তব্যে মেয়র বলেন, আত্মত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয় তা সমাজে বাস্তবায়ন করতে হবে। কোরবানির আত্মত্যাগের মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে লড়তে হবে।




    তিনি আরও বলেন, ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি সবার জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সবার উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার সঙ্গে মিলে-মিশে আনন্দ উদযাপন করা। আমাদের সবার উচিত, ঈদের এই পবিত্র উৎসবে সবার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content