• মহানগর

    নগরীর বিভিন্ন এলাকায় চসিকের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ৮:৫৬:২২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪ জানুয়ারী বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।




    চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর পতেঙ্গা থানার বিজয় নগর, ইপিজেড থানার সন্টগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত ভিআইপি রোডের উভয় পার্শ্ব ও ইশান মিস্ত্রি হাট এলাকার ফুটপাত ও নালার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ, দোকানের অংশ বর্ধিত করে ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।



    এই সময় রাস্তা দখল করে দোকান বর্ধিত করার দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

    স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর সদরঘাট রোডের উভয় পার্শে¦র রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও নির্মাণ সামগ্রী রাখার দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।



    অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।



    আরও খবর 25

    Sponsered content