• মহানগর

    চট্টগ্রাম পুলিশ হাসপাতাল পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়

      প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৯:১৪:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু. হোসেন বাবলা: চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত বিভাগীয় পুলিশ হাসপাতাল সম্প্রতি পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।




    এসময় তিনি পুলিশ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসারত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলেন।

    এছাড়াও সিএমপি কমিশনার মহোদয় মানসম্মত চিকিৎসাব্যবস্থা নিশ্চিতকল্পে সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, সিএমপির সদর বিভাগ বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ হাসপাতালটি পরিদর্শন করেন।




    এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা, বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের ডাক্তার-নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content