• উত্তর চট্টগ্রাম

    শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে : নজিবুল বশর মাইজভান্ডারি

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ১০:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা মিলাযতনে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।




    বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান এডঃ মোহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী , সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিমউদ্দীন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খয়রুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত এস,এম, আরিফুর রহমান।




    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ, টি,এম, কামরুল ইসলাম। মাস্টার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জমান, স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরেফিন আজিম,প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সুচয়ন চৌধুরী, নির্বাচন কর্মকর্তা বাবু অরুন উদয় ত্রিপুরা,প্রকৌশলী বাবু তন্ময় নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ছফি উল্লাহ, সমাজসেবা কর্মকর্তা বাবু রাজিব আচার্য, ফায়ার সার্ভিসের স্টেশনে এর কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।




    বক্তারা বলেন এই মাস শোকের মাস। শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আবারও প্রধানমন্রীকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান।




    আরও খবর 27

    Sponsered content