• বিনোদন

    আমি এখন পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান

      প্রতিনিধি ২৪ মে ২০২৪ , ১০:১১:১৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: ভারতের চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল অভিনেত্রী শ্রুতি হাসানের। তবে সেটা এখন অতীত। এতদিন গুঞ্জন থাকলেও এবার শ্রুতি নিজেই জানিছেন, তিনি এখন পুরোপুরি সিঙ্গেল।




    ইনস্টাগ্রামে বৃহস্পতিবার আস্ক মি অ্যানিথিং সেশনে অংশ নেন শ্রুতি। এক ভক্ত তার কাছে জানতে চায়, আপনি সিঙ্গেল নাকি সম্পর্কে আছেন?

    বিপরীতে শ্রুতি বলেন, এসব প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। তবে আমি পুরোপুরি সিঙ্গেল। আর সম্পর্কে জড়ানোর ইচ্ছেও নেই। কেবল কাজ আর নিজের জীবন উপভোগ করতে চাই।




    শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমায়। যেখানে তার নায়ক প্রভাস। বর্তমানে শ্রুতির হাতে রয়েছে ‘ডাকোট: আ লাভ স্টোরি’, ‘চেন্নাই স্টোরি’ ছবিগুলোর কাজ।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content