• উত্তর চট্টগ্রাম

    ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই: নাজিম উদ্দীন মুহুরী

      প্রতিনিধি ২২ মে ২০২৪ , ১০:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করার পর আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, আমরা বিভেদ,হানাহানি ভুলে গিয়ে সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে চাই।




    ২১মে মঙ্গলবার দ্বিতীয় ধাফে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী।




    বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, ফটিকছড়ি উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা রুপান্তর করতে সকলের সহযোগিতা চাই। ফটিকছড়ি বাসির সুখে দুঃখে পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। ফটিকছড়ি উপজেলা একটি জেলার থেকে ও বড়। ফটিকছড়ি উপজেলার দলবল নির্ভশেষে সকল জনগনকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার এই বিজয় জনগণের বিজয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ গড়তে তিনি রাত-দিন কাজ করে যাচ্ছেন। আমি ও আধুনিক ও স্মার্ট উপজেলা রুপান্তর করতে সকলকে নিয়ে কাজ করে যাব।এজন্য আমার সকলের সহযোগিতা প্রয়োজন।




    আরও খবর 27

    Sponsered content