• মহানগর

    সড়ক ও ফুটপাতে পণ্য রাখায় জরিমানা

      প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৯:২২:৩১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের পোস্তারপাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন পণ্য রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (১২ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।




    অভিযানে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

    চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।




    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর 25

    Sponsered content