• দক্ষিণ চট্টগ্রাম

    সবার জন্য স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার: অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ৮:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যেখানেই থাকুক তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এজন্য বাংলাদেশ সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি সেন্টারের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করেছে। বিগত সময়ের চাইতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত। মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোভিডের মত মহামারিকালে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় এবং গ্রাম অঞ্চলে করোনার টিকা বিনামূল্যে নিশ্চিত করেছেন। যা বহিঃবিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বের এমন অনেক উন্নত দেশ রয়েছে যাদের জনগণ বিনামূল্যে করোণাকালীন টিকা পায়নি।




    শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ২০২৪ উদ্বোধনকালে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি এ কথা বলেন। অধ্যাপক ড. এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ ইলিয়াছ, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন, কার্যকরী পরিষদ সদস্য ও এ্যামেরিটাস চেয়ারপার্সন ডেভ কেয়ার ফাউন্ডেশন অধ্যাপক ড. জয়নব বেগম, বিএমএ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক আমির হোসেন, কাজী মোজাম্মেল, রাজিন দাশ রাহুল, মোহাম্মদ আজিজুল হক আজিজ, প্রণব দাশগুপ্ত, সাগর মিত্র, ডাক্তার সন্তোষ, আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক, শাহাদাত হোসেন, জিয়াউদ্দিন বাবলু, আবু তৈয়ব রাসেল প্রমূখ।




    অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রত্যেক বাজেটের সময় জনসাধারণের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যখাতে প্রত্যেক বছর বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। সবার জন্য স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। বাংলাদেশে অনেক সরকারি মেডিকেল কলেজ নতুনভাবে হয়েছে এ সরকারের আন্তরিকতায় ।

    প্রতিমন্ত্রী ওয়াসিকা আরও বলেন, সরকারের পাশাপাশি নিঃস্বার্থভাবে ও নিরলসভাবে আত্ম-মানবতার সেবায় অত্যন্ত অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন ডেভ কেয়ার ফাউন্ডেশন। তার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি বেসরকারি অনেক মেডিকেল কলেজ হয়েছে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। রাজনীতি ও সেবা চিকিৎসা ও সেবা উভয়ের কাজ হল জনগণকে সঠিক সেবা দেওয়া।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content