• উত্তর চট্টগ্রাম

    মানব সেবাই ধর্মীয় সম্প্রীতির মৌলিক নির্যাস: ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১০:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান ও আসন্ন ২২ চৈত্র বাবা ভাণ্ডারীর ওরশ শরীফ উপলক্ষে এলাকার রোজাদারদের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সমাজ বিজ্ঞানী চ.বি সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।




    সংগঠনের সভাপতি টিটু চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দ্দার, শিবু ভট্টাচার্য, তরুণ কুমার আচার্য্য, শিপ্রাবসু মল্লিক প্রমূখ।

    স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই।




    প্রধান অতিথি বলেন, মানব সেবাই ধর্মীয় সম্প্রীতির মৌলিক নির্যাস। হযরত জিয়াইল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ট্রাস্ট্রি মহোদয় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) কেবলার দুঃস্থ সেবার সেই নিদর্শন মোতাবেক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা এলাকায় দুঃস্থদের সেবায় কাজ করে যাচ্ছে। আজ প্রায় ৫০ জন কে ১৫ রকমের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content